সুদীপ দাস , ২৪ ফেব্রুয়ারি:- ডানলপ মাঠে ডানলপ ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে গোল দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার মাঠে এসে মুখ্যমন্ত্রী ডানলপ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ভাবে মার দিতে চাইলেন। পাশাপাশি তিনি ডানলপ কারখানা অধিগ্রহন করতে চেয়েছিলেন তারও দাবী করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মধ্যে থেকে ডানলপের শ্রমিকদের হাত তুলতে বলেন। এরপর তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন ২০১৬ সালে রাজ্য সরকার ডানলপ কারখানা অধিগ্রহনের জন্য নিয়ম মেনে কেন্দ্রীয় সরকারের অনুমোদন চেয়েছিলো।
কিন্তু কেন্দ্র সেই অনুমোদন দেয়নি। পাশাপাশি রুইয়ার মালিকানায় থাকা বন্ধ ডানলপ ও জেশপ কারখানার শ্রমিকদের অনুদান বর্তমান রাজ্য সরকারই দিচ্ছে। এদিন বক্তব্যের শেষে তিনি বলেন রুইয়ার বাড়িতে দু’জন বিজেপি নেতা থাকছেন। যাবার আগে তাঁদের নাম জেলা সভাপতিকে জানিয়ে যাবেন বলে তিনি জানান। ডানলপ এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পবন রুইয়ার বাড়িতে বিজেপি নেতারা থাকে কেন তাঁর জবাব চেয়ে এলাকায় পোষ্টার মারুন!