এই মুহূর্তে কলকাতা

অসংসদীয় আচরণের দায়ে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড বিধানসভায়।


কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যু নিয়ে ফের তুলকালাম বিধানসভায়। অসংসদীয় আচরণের দায়ে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে। চলতি অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালি কান্ডকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সোমবার সকাল থেকেই ছিল উত্তপ্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। এদিন সন্দেশখালির সঙ্গে আছি লেখা টি-শার্ট পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। যাতে মৌখিক আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের পোশাক খুলতে বলেন তিনি। এমন পোশাক বিধানসভায় বাঞ্ছনীয় নয় বলে মত তাঁর। কিন্তু তাঁর নির্দেশ অমান্য করেন তাঁরা। উল্টে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। এরপরই ৬ জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হন।

অধিবেশন কক্ষে অসংসদীয় আচরণ করার জন্য ৩৪৮ ধারাতে সাসপেন্ড করা হয় এরপর বিরোধী দলনেতা প্রশাসনের বিরুদ্ধে ব্যার্থতার অভিযোগ তুলে সরব হন। মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানানো হয়। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বিজেপির বিক্ষোভ চলাকালীন অধিবেশন কক্ষে মুখ দিয়ে হুইসেল বাজানো হয় বলে অভিযোগ। সবশেষে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এই ঘটনার পর সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী সহ ৬ জন বিধায়ক। স্পিকার সাসপেন্ড করেছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলকে। চলতি অধিবেশনের শেষ দিন পর্যন্ত তাঁরা সাসপেন্ড থাকবেন বলে অধ্যক্ষ জানান। রাজ্যের বিরোধী দলনেতা এই সাসপেনশনের বিষয়ে জানান, ”আমরা গর্বিত। সন্দেশখালির মানুষের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। তার জন্য যদি সাসপেন্ড হতে হয়, হব।”