কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের সূচনা করবেন। মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের একবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি–মমতাকে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চালু হলে উত্তর এবং দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃণ হয়ে যাবে বলেই আশা সাধারণ মানুষের।
উল্লেখ্য, মেট্রো লাইনের সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা এবং আরভিএনএল–এর কর্তারা যৌথভাবে ৪ দফায় পরিদর্শন সেরে ফেলেছে। ইতিমধ্যেই জোরকদমে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে গেছে। জোর কদমে চলেছে সিগন্যাল পরীক্ষার কাজ। দক্ষিণেশ্বর এবং বরানগর মেট্রো স্টেশনে প্রায় প্রতিদিনই সিগন্যালের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে আসছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী সহ অন্যান্য আধিকারিকরা সঙ্গে থাকছেন আরভিএনএলের কর্তারাও। মেট্রো স্টেশনটি তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে।