হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে দিন আনা দিন খাওয়া অনেক মানুষ কাজ হারিয়েছিলেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও অনেক পরিবার দিনযাপনের লড়াই চালিয়ে যাচ্ছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমনই কিছু পরিবারের পাশে এসে দাঁড়ালেন হাওড়ার বিজয়ী বয়েজ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের সদস্যরা সরস্বতী পুজোর যাবতীয় অনুষ্ঠান এবার বাতিল করে হাওড়ার প্রায় শতাধিক গরীব পরিবারের হাতে সারা মাসের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন৷ হাওড়ার হৃদয় কৃষ্ণ ব্যানার্জি লেনের এই ক্লাবের ১৮তম বর্ষ সরস্বতী পুজোর মঞ্চ থেকেই মঙ্গলবার সন্ধ্যায় এই সমাজসেবামূলক কাজের আয়োজন করা হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দিব্যেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন পুরপিতা দেবাংশু দাস, ব্রতেন হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিব্যেন্দুবাবু বলেন, পুজোর খরচ বাঁচিয়ে এতগুলো গরীব পরিবারের পাশে দাঁড়িয়ে এরা যে দৃষ্টান্ত দেখালেন তা সকলের কাছে নজির হয়ে থাকবে। উল্লেখ্য, ব্যাঁটরার এই ক্লাব প্রতি বছর সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এবছর এরা সব অনুষ্ঠান বাতিল করে পুজো বাজেটের টাকায় সমাজসেবার আয়োজন করেছেন।