এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন এর মেয়াদ ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে।

নবান্ন,হাওড়া, ৮ জুন:- করোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন এর মেয়াদ ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। আর্থিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেওয়া প্রয়োজনীয় ছাড় গুলিকে বজায় রেখেই লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা কর মুখ্যমন্ত্রী লকডাউন এর মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। রাজ্যে সংক্রমনের হার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার ফলে এই সংক্রমনের হার বাড়ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন 10 জুন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন রাজ্যে আসবে। ইতিমধ্যেই সাড়ে ৯ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। আরো প্রায় দেড় লক্ষ শ্রমিক আগামীদিনে রাজ্যে ফেরার কথা। পাশাপাশি এবার থেকে বিয়ে বাড়ি ওর ধর্ম স্থানে ১০ জনের বদলে ২৫ জনের জমায়েত করার অনুমতি দেয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।অন্যদিকে গণপরিবহনে অপ্রতুলতার কথা মাথায় রেখে রাজ্য সরকার কলকাতাসহ রাজ্যের শহর অঞ্চলগুলিতে সাইকেল চলাচলের ব্যবস্থা করার জন্য উদ্যোগী হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান শহরাঞ্চলে সাইকেল চলাচলের উপযোগী রাস্তা চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।