কলকাতা , ১২ ফেব্রুয়ারি:- রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার। আগে ডিলারদের নতুন লাইসেন্স নিতে গেলে ন্যূনতম ব্যাংক ব্যালান্স ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে দুলক্ষ টাকা করা হয়েছে। ব্যাংক ব্যালেন্স দু লক্ষ টাকা থাকলেই নেওয়া যাবে নতুন রেশন ডিলারশিপ লাইসেন্স। এই বিষয়ে নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। লাইসেন্স রিনিউ ক্ষেত্রে ৩০০০ টাকা দিতে হবে ডিলারদের এবং ১৫ হাজার টাকা হোলসেলার দের জন্য। এখন থেকে লাইসেন্স রিনিউ একসঙ্গে তিন বছর করা যাবে।
এই নির্দেশিকার ফলে রেশন ডিলারশিপ নেওয়া কিছুটা হলেও সহজ হতে চলেছে মত একাংশের। সম্প্রতি নেতাজি ইন্ডোরে রেশন ডিলারদের সম্মেলনে দাঁড়িয়ে দরাজ হাতে তাঁদের জন্য নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি জানিয়েছিলেন রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। বলেছিলেন, এবার থেকে দুই লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স। আগে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হত নতুন লাইসেন্স পেতে। প্রতি বছর লাইসেন্স পুনর্নবীকরণও করাতে হবে না। তিন বছর অন্তর পুনর্নবীকরণের কথা জানিয়েছিলেন তিনি। এবার জারি হল নির্দেশিকা।