এই মুহূর্তে জেলা

সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।

গোঘাট , ৯ আগস্ট:- সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মন্ডল, নারায়ণ চন্দ্র পাঁজাসহ অন্যান্যরা। উল্লেখ্য প্রতিবছর ৯ আগস্ট পালন করা বিশ্ব আদিবাসী দিবস। এটি একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহল গোঘাট মুলুকের পরিচালনায় বিশ্ব আদিবাসী দিবস পালন হলো গোঘাটের কামারপুকুর ডাক বাংলো এলাকায়।

মুল অনুষ্ঠানটি হয় সিধু কানু মুর্তির পাদদেশে। পাশাপাশি এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে মিছিল হয় কামারপুকুরে।এই বিষয়ে তৃনমুল নেতা মানস মজুমদার বলেন, এটি রাস্ট্র সংঘ স্বীকৃত একটি দিন।এরা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জনজাতি।গোঘাট তথা বাংলা ও বিশ্বজুড়ে এই দিনটি পালন হচ্ছে। আজকের দিনটা শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। গোঘাট পরগনাতেও নিষ্টার সাথে পালিত হচ্ছে।