এই মুহূর্তে জেলা

আমরা মন্দিরে ও বাড়িতে রামকে পুজো করি , বিজেপি রামকে রাস্তায় নামিয়ে এনেছে – সুব্রত মুখার্জি।


পশ্চিম মেদিনীপুর , ১১ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিলকা মুরমুর ২৯২ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী সমাজের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল জন জাতির উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি, তৃণমূলের এস টি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ,পরেস মুর্মু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ আরো অনেকে। উপস্থিত সকলেই তিলকা মুরমু র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা সভায় তিলকা মুরমুর জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি তার ভাষণে বলেন তিলকা মুর্মু আদিবাসী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত।

তিনি আগামী দিনেও আমাদের মাঝে থাকবেন। তিনি তার ভাষণে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে অনেক কাজ করেছেন। এখনো কিছু কাজ বাকি রয়েছে। আগামী পাঁচ বছরের জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন। যাতে বাকি কাজগুলি তিনি সম্পন্ন করতে পারেন। তিনি বলেন ভারতবর্ষের মধ্যে ১০০ দিন প্রকল্পের কাজে প্রথম হয়েছে রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের উন্নয়ন হয়েছে। বহু আদিবাসী পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আদিবাসীদের বয়স্ক মানুষদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী সমাজের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা হয়েছে।আদিবাসীদের মাতৃ ভাষার উন্নয়নে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন সকলেই রামকে পূজা করেন। আমরা মন্দিরে এবং বাড়িতে রামের পূজা করি, রাম কে শ্রদ্ধা জানাই। কিন্তু বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছে। এটা বাংলার সংস্কৃতি নয়। তিনি বলেন বাংলা বাংলায় থাকবে আমরা বাংলাকে কোনদিন গুজরাট করতে দেবো না।

তিনি আদিবাসী মানুষদের বলেন আপনারা বিজেপির মিথ্যা প্রচারে কান দেবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না। সারা ভারতবর্ষের মানুষ জানে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে মমতার সরকার। মমতা আদিবাসী মানুষদের ভালবাসেন। তাই আদিবাসী মানুষদের পাশে রয়েছেন। যারা আদিবাসীদের রাজনীতি করছেন তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। পাশাপাশি আজকে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে পীড়াকাটায় কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এবং পেট্রল ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদ এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই কেন্দ্রর নানা জনস্বার্থ বিরোধী আইন এর বিরুদ্ধে বক্তব্য রাখেন সংগে মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তৃনমূ কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা সভাপতি অজিত মাইতি, সহ অন্যান্য নেতৃবৃন্দ।