এই মুহূর্তে কলকাতা

কিষান সন্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রীর ওপর পাল্টা চাপ মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে এবার প্রধানমন্ত্রীর ওপর পাল্টা চাপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন রাজ্য সরকারের জন্য কৃষকেরা ওই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজ সেই অভিযোগ খণ্ডন করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিষান সম্মান নিধি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় রাজ্যের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি প্রধানমন্ত্রীর ওপর পাল্টা চাপ তৈরি করে রাজ্যের ভাগচাষী ও ক্ষেতমজুরদের কিষান সম্মান নিধি তে যুক্ত করার দাবি জানান।মুখ্যমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদীর সব সময় মিথ্যা কথা বলা অভ্যেস হয়ে গেছে।

ওএকটা আলাদা পোর্টাল করেছে। আমাদের ভেরিফিকেশন করতে বলেছে। ৬ লক্ষ কৃষকের মধ্যে আমরা ইতিমধ্যেই ২.৫ লক্ষ ভেরিফিকেশন করেও পাঠিয়েছি৷ আর কী করতে পারি!” সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা চাই ভাগচাষী থেকে শুরু ক্ষেত মজুররাও কৃষক নিধির সুবিধা পাক। আমাদের যে প্রকল্প আছে তাতে এক কাঠা জমি থাকলেও কৃষক বন্ধুর সুবিধা পান চাষিরা। আর ওদের প্রকল্পে ২ একর জমি যাদের আছে তাদের দিচ্ছে।” প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন, “এখানকার সরকার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য রাজ্য এজেন্সির ব্যাঙ্ক ডিটেলই দেয়নি”। সে ব্যাপারে অবশ্য সোমবার কোনও আলোকপাত করেননি মুখ্যমন্ত্রী।