এই মুহূর্তে জেলা

দপ্তরের মধ্যে ঢুকেই অবস্থান বিক্ষোভে সামিল ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা।

সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই কর্মসুচি চলছে। সোমবার হুগলি জেলার ত্রিস্তর পঞ্চায়েতের ১০০ দিনের অফিসিয়াল কর্মীরা হুগলি জেলা শাসক অফিসে জেলার mgnrega এর দপ্তরে এসে হাজির হন। দপ্তরের মধ্যে ঢুকেই তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের বক্তব্য আমরা অফিসে গেলেও কাজ করছি না। দাবি-দাওয়া যতদিন পর্যন্ত না মিটছে ততদিন এই কর্মবিরতি চলবে বলে তিনি জানান।