এই মুহূর্তে জেলা

প্রকৃতির মাঝে প্রকৃতি পাঠের আসর বসলো হুগলিতে।

সুদীপ দাস , ৫ ফেব্রুয়ারি:- লকডাউনের সময় থেকেই বন্ধ বিদ্যালয়গুলি। ঘরবন্দি অবস্থায় অনলাইন ক্লাসে একঘেয়েমি এসেছে পড়ুয়াদের মধ্যে। তাই প্রকৃতির মাঝে প্রকৃতি পাঠের আসর বসলো হুগলির সাহাগঞ্জ চরকোনায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে “প্রকৃতি পর্যবেক্ষন শিবির” নামক এই আসর আয়োজিত হয় গঙ্গাপারের চরকোনায়। ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষে সন্দীপ সিং বলেন করোনা আবহে স্কুলগুলি বন্ধ রয়েছে। ফলে পড়ুয়ারা প্রায় গৃহবন্দি হয়ে পরেছে। তাঁদের একঘেয়েমি কাটাতে আমরা প্রকৃতির মাঝে প্রকৃতি পাঠের আয়োজন করি।

শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করেই আমরা ভালো সারা পেয়েছি। এদিন এখানে প্রায় ৪০ জন বিভিন্ন বয়সের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের বটানি ও প্রানীবিদ্যার পাঠ হাতেকলমে দেন। শিক্ষক-শিক্ষিকাদের মতে উচ্চশিক্ষায় এধরনের পাঠের ব্যাবস্থা থাকলেও বিদ্যালয় স্তরে এভাবে পাঠ হয়না বললেই চলে। তাঁদের মতে বিদ্যালয়ের চার দেওয়ালের বাইরে প্রকৃতির মাঝে প্রকৃতি পাঠের উদ্যোগ আরও বেশী করে নিতে পারলে ভালো হয়। চারদেওয়ালের বাইরে বেড়িয়ে এধরনের পড়াশুনায় খুশি পড়ুয়ারাও।