এই মুহূর্তে কলকাতা

বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা।

কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগ দিতে আজ দিল্লি গিয়েছেন। বিকালে দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ছাড়াও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, নদীয়ার রানাঘাট পুরসভার প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় সহ-অভিনেতা রুদ্রনীল ঘোষ দিল্লি গিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও তাদের সঙ্গে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় রয়েছেন।

আজ সন্ধ্যায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগ দেবেন। আজই তারা কলকাতায় ফিরে আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান সভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য অমিত শাহর হাত ধরে আজ তাদের বিজেপিতে যোগ দেওয়ার কথা থাকলেও গতকাল দিল্লিতে বিস্ফোরণের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর বাতিল হয়। এরপরে অমিত শাহ নিজে আজ সকালে রাজিব ব্যানার্জিকে ফোন করে তাদের দিল্লি আসার কথা বলেন। সেজন্য দলের তরফে তাদের বিশেষ বিমানের ব্যবস্থাও করা হয়।