এই মুহূর্তে কলকাতা

হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা ,২৮ জানুয়ারি;- হিন্দু-মুসলিমের বিভেদের রাজনীতি করার পর বিজেপি এবার পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে বাঙালি-অবাঙালি বিভেদ তৈরি করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার তৃণমূল কংগ্রেস ভবন আজ বিভিন্ন হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ও বিজেপির বিভেদের রাজনীতি রুখে দেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানান। তিনি অভিযোগ করেন,দিল্লিতে কৃষকদের অপমান করা হচ্ছে।বিভিন্ন ঘটনা সাজিয়ে কৃষকদের বেইজ্জত করার পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো তাকেও হেনস্থা করার পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। হিন্দি ভাষীদের মহল্লায় মহল্লায় গিয়ে তৃণমূলের স্বপক্ষে প্রচার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ঝাড়গ্রামে প্রচার করতে এসে ভাগাভাগি রাজনীতি করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। এই ঘটনা দুঃখজনক বলে তিনি মনে করেন।