হুগলি, ৩ এপ্রিল:- পেনশন তুলে বাজার করতে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ, জনবহুল এলাকায় সাইকেল থেকে টাকার ব্যাগ তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন মনসাতলা এলাকার। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোন্নগর দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্রনাথ রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বুধবার সকালে ১২ নাগাদ স্টেট ব্যাংকে আসেন পেনশনের টাকা তুলতে। ৩২ হাজার ৫০০ টাকা পেনশনের টাকা তুলে তিনি একটি হ্যান্ড ব্যাগে করে সাইকেলে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় বাজার করার জন্য তিনি দাঁড়ান। তার চোখের নিমিষে সাইকেল থেকে সেই টাকা সমেত ব্যাগ তুলে নিয়ে পালায় এক দুষ্কৃতী। সমস্ত ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
সিসিটিভিতে দেখা যাচ্ছে, নীল রঙের গেঞ্জি পরা কাঁধে কালো ব্যাগ নিয়ে এক যুবক সাইকেল থেকে ব্যাগটি তুলে নেয়। তারপরে তার সহযোগ কালো রঙের জামা পড়ে অন্য একটি ছেলে লাল রঙের টোটো নিয়ে এগিয়ে আসে এবং সেই টোটো তে উঠে পড়ে ওই দুষ্কৃতি। ঘটনার খবর পাওয়া পড়েই তদন্তে নামে কোন্নগর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি দেখে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে ইতিমধ্যেই পুলিশ। দুজনের মধ্যে একজন পেশায় টোটো চালক। পুলিশের প্রাথমিক অনুমান টোটো টি উত্তরপাড়া এলাকার। ছিনতাই করে ক্রাইপার রোড দিয়ে স্টেশন পেরিয়ে কানাইপুরের দিকে পালায় দুই দুষ্কৃতী। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।