হুগলি , ২৪ জানুয়ারি:- স্লোগানে ভিভ্রান্তি ছড়ালো রাজ্যে। নেতাজী ১২৫ তব বর্ষে কলকাতায় একই মঞ্চে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃনমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন দেওয়ার আগে স্লোগানকে ঘিরেই বিতর্কের ডানা বাঁধলো। তার রেস রাজ্যসহ এসে পৌঁছালো হুগলীতেও। স্লোগানকে বিরুদ্ধে এবং মানসিকতার পরিবর্তনের লক্ষে পুজা ও যজ্ঞ আয়জোন করলেন তৃনমূল কংগ্রেসর বৈদ্যবাটী পৌরসভার প্রশাসকের সদস্য সুরীব ঘোষ।
পাশাপাশি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুড়শুড়ায় একটি জনসভা রয়েছে। সেই জনসভা যাতে সুষ্ঠভাবে হয় তারও প্রার্থনা করা হয়। বৈদ্যবাটী পৌরসভার প্রশাসকের সদস্য সুবীর ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। একটা অশুভ শক্তি এসে পশ্চিববঙ্গেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তারি জন্য এই যজ্ঞের আয়োজন। আমাদের বিশ্বাস এই যজ্ঞের ফলে অশুভ শক্তি বাংলা থেকে দুরে চলে যাবে।