এই মুহূর্তে জেলা

নেতাজীর মৃত্যু রহস্য উৎঘাটনে প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন – অর্জুন সিং।

ব্যারাকপুর , ২৩ জানুয়ারি:- শনিবার সকালে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার শিউলি সংঘ এবং সমাজসেবী অরুন সাউয়ের উদ্যগে কাঁকিনাড়া স্পোর্টস কমপ্লেক্স মাঠে ১২৫ তম নেতাজীর জন্মদিবসে ১২৫ জন বিশিষ্ট মানুষজন পতাকা উত্তোলন করেন। প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সাংসদ অর্জুন সিং, বিধায়ক পবন সিং ও সুনীল সিং, চিকিৎসক, আইনজীবী, সমাজসেবক এবং করোনা যোদ্ধারা এদিন হাজির ছিলেন। এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন,আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে গর্বিত। কেন না ভারতবর্ষের মহান নেতা নেতাজী তার কার্যক্রম এই রাজ্য থেকেই শুরু করেছিলেন। তাই এদিন তার ১২৫ তম জন্মদিন উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের ১২৫ জন কৃতী মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে সামিল করে তাকে স্যালুট জানান হল। তিনি এদিন আরও বলেন, নেতাজীর মৃত্যু রহস্য উৎঘাটনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছেন।

তার অন্তরধ্যানের অনেক ফাইলই ওপেন করা হয়েছে। যা এতদিন পর্যন্ত অন্তরালেই ছিল। এবার প্রধানমন্ত্রী স্বয়ং কোলকাতায় এসেছেন ভারতের মহান এই মানুষটিকে স্যালুট জানাতে। নেতাজীর স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানায় সাংসদের ডাক না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা মমতা বন্দোপাধ্যায়ের সাংস্কৃতিক। উনি কোন সরকারী অনুষ্ঠানেই বিরোধীদের ডাকেন না। এদিন নীলগঞ্জের আজাদ হিন্দ বাহিনীর গোপন তথা অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরা প্রসঙ্গে, সাংসদ অর্জুন সিং বলেন, জায়গাটা তার লোকসভার আওতা ভুক্ত। আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে নীলগঞ্জের গোপন ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হবে। তিনি আক্ষেপের শুরে বলেন, সিপিএম ও তৃণমূল সরকার কেই এটি নিয়ে আগ্রহ দেখায়নি।