এই মুহূর্তে জেলা

পাত্রসায়র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি হাতির দল, ক্ষতির মুখে আলু চাষীরা।

বাঁকুড়াঃ ,২৪ জানুয়ারি:- ফের হাতির উপদ্রপে রাতের ঘুম ছুটেছে পাত্রসায়র রেঞ্জের জঙ্গল লাগোয়া সাধারণ মানুষদের। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা। বনদপ্তর সূত্রে জানতে পারা যায় ,মেদিনীপুর থেকে জয়পুর হয়ে পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। এই মুহূর্তে পাত্রসায়র রেঞ্জের কুসদ্বীপ বিটের কেয়াডহরি জঙ্গলে অবস্থান করছে হাতি গুলি। রবিবার ভোর বেলায় হাতি গুলি পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে। হাতির উপদ্রবে জঙ্গল লাগোয়া আলুচাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে ।

ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা আলু নষ্ট করে দিয়েছে হাতির দলটি। তবে স্থানীয় বনদপ্তর যথেষ্ট তৎপর রয়েছে যাতে করে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের প্রাণহানির মতো কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। আনন্দ মাল স্বপন কুমার মাল নামের স্থানীয় বাসিন্দারা বলেন,রীতিমতো হাতির আতঙ্কে আমাদের রাতের ঘুম ছুটেছে আলুর ক্ষয়ক্ষতি হয়েছে। বনদপ্তরের কাছে আমাদের আবেদন বনদপ্তর যেন হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সুবন্দোবস্ত করে তাহলে ভালো হয় ।পাত্রসায়ের রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহ বলেন ,আমরা হাতিগুলোর ওপর নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে চাষিদের ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।