এই মুহূর্তে জেলা

বিজেপিতে যোগদানের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন বলেই মত প্রকাশ সিঙ্গুরের বিধায়ক পুত্রের।

হুগলি , ২১ জানুয়ারি:- গতকাল চন্দননগরে শুভেন্দু বলেন সিঙ্গুরের বিধায়ক মাষ্টারমশাই এর ছেলে তুষার নিয়মিত যোগাযোগ করছে বিজেপিতে আসবে বলে। শুভেন্দুর বক্ত‍্যবকে মেনে নিয়ে সিঙ্গুর বিধায়কের পুত্র তুষারকান্তি ভট্টাচার্য বলেন, হ‍্যাঁ আমি শুভেন্দুর সাথে যোগাযোগ করেছি বিজেপিতে যাবার জন‍্য। এবং ডিসেম্বর মাস থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিয়েও নিয়েছি বিজেপি যাবার জন‍্য। এটা আমার সম্পূর্ন ব‍্যক্তি স্বাধীনতা। নরেন্দ্রমোদীর কার্যকালাপে অনুপ্রানিত হয়েছি তাই এই সিন্ধান্ত।। বাবা যদি পরে মতাদর্শ পাল্টায় তার জন‍্য বাবাকে বলবো। তবে বাবার সিন্ধান্ত বাবার নিজের ব‍্যক্তিগত হবে। এ বিষয়ে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, তুষার কি বলছে বা কি করছে সে দায় দায়িত্ব আমার নেই।

আমি বিজেপিতে যাবার জন‍্য কোনদিনই কাউকে বলিনি। শুভেন্দুর সাথে ও আমার কোন আলোচনা হয় নি। শুভেন্দুবাবু যদি মনে করে থাকে ছেলে যোগদান করলে আমি ও যোগদান করবো তাহলে শুভেন্দু বাবু ভুল করেছেন। ছেলের ব‍্যক্তি স্বাধীনতা অনুযায়ী মত প্রকাশ করেছে, তার মতটাই আমার মত নয়। অধিকারী পরিবারে কি ঘটেছে তার তার সাথে পরিবারের ঘটবে তা নয়। সেটা আমার ঘাড়ে চাপাবেন না। অন‍্যদিকে বিজেপি বিধায়ক পুত্রের এই সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে। হুগলী সাংগঠনিক জেলা সহ সভাপতি মধুসূদন দাস বলেন, ২১ এর ধর্মযুদ্ধে ন‍্যায় ও ধর্মের পথে যারা আসতে চায় তাদের সবাইকে স্বাগত জানিয়েছি। তাই তুষারবাবুকে স্বাগত জানাচ্ছি। রবীনবাবু আসবে কিনা সেটা সময় বলবে।