এই মুহূর্তে জেলা

২৯৪ টি কেন্দ্রেই মমতাকে ভোট দিয়ে জয়ী করুন , অভিনব দেওয়াল লিখন বালিতে।

হাওড়া , ২১ জানুয়ারি:- বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নিজে প্রার্থী হতে চেয়ে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই এবার হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করতে দেখা গেল বালি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের। দেওয়ালে লেখা হয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সহ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জননেত্রী মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।”

এমনই দেওয়াল লিখন শুরু হয়েছে বালি বিধানসভার অন্তর্গত জিটি রোডে। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রার নেতৃত্বে এমন দেওয়াল লিখন দেখা গেছে। কার্যত এর মাধ্যমেই হাওড়াতেও দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। এদিন কৈলাশ মিশ্র বলেন,”বাংলার মানুষের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, সবুজ সাথী প্রভৃতি এমন সব প্রকল্প উনি করেছেন তাতে মানুষের মনের মধ্যে রয়েছেন তিনি। এখন স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন। তাই আগামী দিনে সব কেন্দ্রের প্রার্থী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেওয়াল লিখনে একদিকে দেখিয়েছি ২৯৪টি আসনে দিদিই প্রার্থী। আরেকদিকে দেখিয়েছি মীরজাফরদের, যারা গদ্দারি করে দল থেকে চলে যাচ্ছেন।”