তরুণ মুখোপাধ্যায় , ১৭ জানুয়ারি:- বাংলা চালাবার যার ক্ষমতা সেই নেত্রীর নাম মমতা। আজ সন্ধ্যায় রিষড়ার চারবাতি মোড়ে জনসভায় এই ভাবেই বক্তব্য রাখলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। আজকের জনসভায় তিনি বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ভারতবর্ষের যে কজন মুখ্যমন্ত্রী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি যেভাবে বাংলার সমস্ত মানুষকে এক মেলবন্ধনে বেঁধেছেন এবং বাংলার উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তা এককথায় অন্যন্য। মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে সরকার চলছে তাতে মানুষ সুরক্ষিত, শান্তি-সম্প্রীতি ধারাবাহিক আবহাওয়া মধ্য দিয়ে এ রাজ্যের সব ধর্মবর্ণ নানা ভাষাভাষী মানুষ শান্তিতে বাস করছেন।
তিনি বলেন বর্তমানে একশ্রেণীর মানুষ প্রতিনিয়ত মানুষে মানুষে কিভাবে ভেদাভেদ করা যায় সেই চেষ্টায় সদা সচেষ্ট। আমাদের সেই প্ররোচনা থেকে অনেক দূরে থাকতে হবে। তিনি বলেন আজকে বিজেপি স্বপ্ন দেখছে বাংলার় ক্ষমতা জয়ের, কিন্তু তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না কারন আমরা জানি যে যখন ভোট আসে এই ভিন রাজ্য থেকে ভোট পাখিরা উড়ে আসেন এ রাজ্যের বাজার গরম করতে কিন্তু এখানকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন তারা কখনই তাদের এই প্ররোচনা থেকে অনেক দূরে থাকবেন। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারো ক্ষমতায় আনবেন। আজকের এই জনসভায় রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। আজকের এই সভায় ব্যাপক জনজোয়ার লক্ষ্য করা যায়।