কলকাতা , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল। বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বলেন, মুখে বলবে জয় শ্রীরাম আর কর্মে নাথুরাম। মুখে স্বামীজীর বাণী কথা বলবে, আর কাজে ধর্মে-ধর্মে বিভেদ করবে। স্বামীজীর নাম মুখে আনার অধিকার নেই বিজেপির। তিনি বলেন, আগামী দিনের জোড় লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জিতবে। আমরা জীবন দিলে বাংলার মাটির জন্য দেব।
কিন্তু দিল্লির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করবেন না।’ বিজেপি ক্ষমতায় এসে বেলুড় মঠকে ন্যূনতম মর্যাদা দেয়নি বলে অভিযোগ করেন তৃণমূলের যুব সভাপতি। তাঁর প্রশ্ন, গুজরাতে ৩৫০০ কোটি টাকা খরচ করে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হয়েছে। তাহলে কলকাতায় কেন ৩ হাজার কোটি টাকা খরচ করে স্বামী বিবেকানন্দ বা নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি হবে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, গতবছর ট্রাম্পকে নিয়ে এল। তিনি স্বামী বিবেকানন্দের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারলেন না। আর তাঁর পাশে বসে হাততালি দিলেন প্রধানমন্ত্রী।