হাওড়া, ২৬ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। দুপুর থেকেই ক্লাব, বারোয়ারি সহ বাড়ির প্রতিমা বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলা হচ্ছে। পুরসভা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর কোভিড পরিস্থিতিতে ঠাকুর ভাসানে কোনওরকম শোভাযাত্রা করা যাবে না বলে প্রশাসন আগেই ঘোষণা করেছে। এবং ৬ জনের বেশি শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। সেই নিয়ম মেনে এদিন দশমীতেই অনেক বারোয়ারির প্রতিমাও বিসর্জন করা হচ্ছে। বিভিন্ন মন্ডপেও কোভিড বিধি মেনেই সিঁদুর খেলা, ঠাকুর বরণ করা হয়েছে। ভাসানের আগে হাওড়ার বালিটিকুরির একটি পুজোমন্ডপে মহিলারা ধুনুচি নাচেও অংশ এদিন অংশ নেন। এদিন প্রতিমা নিরঞ্জন উপলক্ষে গঙ্গার ঘাটগুলিতেও নিরাপত্তা জোরদার হয়েছে। হাওড়া সিটি পুলিশের পাশাপাশি গঙ্গায় রিভার ট্রাফিক পুলিশের নিরাপত্তা রয়েছে।