এই মুহূর্তে কলকাতা

সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।

কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কারও যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, সে ক্ষেত্রে ইউনিক রেজিষ্ট্রেশন নাম্বার দেখালেই তাকে যেন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে শনিবার নবান্ন সভা ঘরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

স্বাস্থ্যসাথী কার্ড থাকা কোনও রোগীকে কোনো বেসরকারী হাসপাতাল অথবা নার্সিং হোম ফিরিয়ে দিতে পারবে না। সূত্রের খবর, বেসরকারি হাসপাতালের তরফে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসার খরচের প্যাকেজ রেট বাড়ানোর জন্য আবেদন করা হলে সরকারি তরফে তা পুনর্বিবেচনার জন্য আশ্বাস দেওয়া হয়। রোগী পরিষেবা বাবদ খরচ সংক্রান্ত বিল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সরকারের কাছে এলে, সেই বিল দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে ও বৈঠকে জানানো হয়েছে। প্রয়োজনে ছোটো নার্সিং হোম গুলিকে পরিকাঠামো গত সহয়তা দেবে প্রশাসন।