এই মুহূর্তে কলকাতা

অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আগামীকাল যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ মে:- মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করবেন আর ভিড় হবে না এটা কি হয় নাকি! শেষ কবে মুখ্যমন্ত্রী ট্রেন চড়ে যাত্রা করেছেন সেটা অনেকেরই মনে নেই। আজ অর্থাৎ বুধবার তাকে বহুদিন পর দেখা গেল হাওড়া রেল স্টেশনে, ট্রেন চড়তে। বৃহস্পতিবার তাঁর অভিষেকের ‘নবজোয়ার’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার আপ সরাইঘাট এক্সপ্রেস চড়ে মালদহ রওনা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী দুদিনের সফরে যাবেন তা প্রশাসনিক মহলে অনেকেরই জানা ছিল না। তাই যখন মুখ্যমন্ত্রী হঠাৎ হাওড়া স্টেশনে এসে পৌঁছান সবাই চমকেই যায়।

ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ যাত্রাপথে আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেন বর্ধমানে দাঁড়ায়। ট্রেন যখন বর্ধমানে গিয়ে দাঁড়ায় পাঁচ মিনিটের জন্য, ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। তখনই মিহিদানা হাতে ছুটে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। যদিও বুধবার তা মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছাতে পারেন নি। মালদহে মুখ্যমন্ত্রী তৃণমূলের ‘নবজোয়ার’ অনুষ্ঠানে যোগ দেবেন বলে সূত্রের খবর।এদিন সরাইঘাট স্টেশনে ট্রেন ঢোকার আগে এলাকা ঘিরে ফেলে পুলিশ। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেন থেমেছিল। তবে তার আগেই ২ ও ৩ নম্বর প্লাটফর্মে মাছি গলার উপায় ছিল না। ছিল কঠোর নিরাপত্তা।;”