হুগলি, ২ জানুয়ারি:- দলীয় কর্মীদের ও বুদ্ধিজীবীদের নিয়ে আরামবাগে বৈঠক করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌরয। পরে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি । সাংবাদিক বৈঠকের পর আরামবাগ গৌরহাটি এলাকায় গৃহ সম্পর্ক অভিযান করেন।আরামবাগ পান্তশালা হোটেলে চলে এই বৈঠক।এদিন তিনি সাংবাদিকদের বলেন আগামী বিধানসভা নির্বাচনে 200 আসন নিয়ে ক্ষমতায় আসবো বাংলায়।পাশাপাশি তিনি বলেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির একজন নেতা তার হয়ে কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি একটা পরিবার।
তবে প্রধান মন্ত্রী কথা তুলে সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে বলেন সাধারণ মানুষ কে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা মোদি বলেনি সেটা রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি বলেছেন। এমনকি তিনি বলেন বাংলার মানুষ তৃণমূলের ভয়ে কিছু বলছেন না তবে নির্বাচনে ইভিএম মেশিনে পদ্মে ভরে যাবে। ২০১৭ সালে উত্তর প্রদেশে আমরা বিজেপির বিধায়ক সংখ্যা কম ছিল কিন নির্বাচনের পর দেখা যায় ৪০৩ টি সিটের মধ্যে ৩২৫ টি সিট আমরা জিতেছি।