এই মুহূর্তে জেলা

জল্পনার অবসান , বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।

পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে এসেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বহিরাগত, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে নিজের পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। তাঁর এই দলবদলের ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা তুলে ধরলেন। তিনি বললেন, “মুকুলদা আমাকে বলেছিলেন, আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস না।” মঞ্চে থাকা অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎকে স্মরণ করলেন শুভেন্দু। তিনি বলেন, “আমি যখন করোনায় আক্রান্ত হয়েছিলাম তখন আমার পুরোনো দল, যযাঁদের জন্য এতদিন কাজ করেছি তারা আমার খোঁজ নেননি।

অমিত শাহ খোঁজ নিয়েছিলেন।” এরপরই তিনি বলেন, “শুভেন্দু মাতবরী করতে আসেনি। সাধারণ কর্মী হিসেবে আজ থেকে কাজ শুরু করব। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকুক আমি চাই।” শুভেন্দু ছাড়াও এদিন এক ঝাঁক নেতা-নেত্রী এই সভায় বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল, সুনীল মণ্ডল, দশরথ তিরখে, তাপসী মণ্ডল, বিশ্বজিৎ কুণ্ডু, সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, সুপ্রা মুণ্ডা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীপাংশু চৌধুরী, প্রফুল্ল বর্মন, দেবাশীষ মজুমদার, শীলভদ্র দত্ত, সোমনাথ মুখোপাধ্যায় সহ প্রমুখ।