কলকাতা , ১৫ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি মানুষ যাতে করোনার প্রতিষেধক পান সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে প্রতিষেধক বুথ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রতিষেধক কর্মসূচির জন্য প্রত্যেক জেলার জেলাশাসক কে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হবে। তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট জেলায় প্রতিষেধক কর্মসূচি রূপায়ন করবেন। ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর করোনার প্রতিষেধক কর্মসূচি রূপায়নের বিষয় রাজ্যগুলিকে একটি গাইডলাইন পাঠিয়েছে। তার ভিত্তিতেই রাজ্য সরকার প্রতিষেধক কর্মসূচি রূপায়ন করবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
ওই গাইডলাইনে আইসিএমআর গণ টিকাকরণ কর্মসূচি সাফল্যের জন্য ব্লক স্তরের পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে। সেখানে প্রতিষেধক মজুদ করার কোল্ড চেইন বন্দোবস্ত সহ বিভিন্ন রকম পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। পরিকাঠামো তৈরি হওয়ার পরে তা খতিয়ে দেখে আইসিএমআর ছাড়পত্র দেওয়ার পরে সংশ্লিষ্ট বুথে প্রতিষেধক কর্মসূচি শুরু করা হবে। প্রথম পর্যায় রাজ্য সরকার স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক মানুষদের করোনা প্রতিষেধক দেওয়ার কথা ভাবছে। দ্বিতীয় পর্যায়ে কমোরবি ডিটি আছে এমন ব্যক্তিদের প্রতিষেধক এর আওতায় আনা হবে। প্রথম সারির ৬ লক্ষ করোনা যোদ্ধা, সরকারি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের একটি তালিকা রাতে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই প্রস্তুত করেছে। যারা প্রথম পর্যায় করোনার টিকা পাবেন।