এই মুহূর্তে জেলা

বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত বহু তৃণমূল কর্মী।


হুগলি , ৬ ডিসেম্বর:- বিজেপি নেতার গাড়ির উপড়ে হামলা করায় দেহরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। রবিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ১৭ নম্বর ওয়ার্ডে। এ দিন ওই ওয়ার্ডের শ্মশানকালী সংলগ্ন এলাকায় রাস্তা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন স্থানীয়রা। সেখানেই একটি বহুতল আবাসনে ভাড়া থাকেন বিজেপির রাজ্য নেতা কবীর শঙ্কর বসু। অভিযোগ বিজেপি নেতার গাড়ি দেখেই তৃনমূলের লোকজনেরা তেরে যায়। তাতেই নেতার দেহরক্ষীরা গাড়ি থেকে নেমে আসে।

ওই সময় নেতার উপরে হামলা করে গাড়ির কাঁচ ভেঙে দেয় তৃনমূলের লোকজন। তাতেই মেজাজ হারিয়ে লাঠিপেটা করে বিজেপি নেতার দেহরক্ষীরা। মারধরের কারণে স্থানীয় বাসিন্দা সহ তৃনমূলের বেশ কয়েকজন জখম হয়। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে হাজির হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির গুন্ডারাজ চলবে না বলে তিনি সেখানে স্লোগান দিতে থাকেন।কল্যাণ বলেন, বিজেপির যে নেতা গুন্ডাগিরি করে তার দেহরক্ষীদের দিয়ে মানুষ পিটিয়েছে তাদের গ্রেপ্তার চাই। কল্যাণের অভিযোগ উড়িয়ে বিজেপি নেতা কবীর শঙ্করের পাল্টা দাবি তৃনমূলের লোকজন আমার উপরে প্রাঙহাতী হামলা চালিয়েছে। আত্মরক্ষার জন্য দেহরক্ষীরা লাঠি চালিয়েছে।