এই মুহূর্তে খেলাধুলা

হারের হ্যাটট্রিকের পর আবারও ভারতীয় ফুটবলার নিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

প্রসেনজিৎ মাহাতো , ৫ ডিসেম্বর:- টানা তিনটি ম্যাচে হার। হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। আগের চেয়ে দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে, তাও মানছেন না তিনি। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হারের পর বলেন, “আমরা যেখানে প্রথম দুটো ম্যাচে হেরে বসে আছি, সেখানে আরও ভাল খেলা দরকার ছিল। সে দিক থেকে দেখতে গেলে মোটেই ভাল খেলিনি আমরা। তা সত্ত্বেও বলব, আমাদের জেতা উচিত ছিল। খুব বাজে গোল খেয়েছি। মাঝে মাঝে (ডিফেন্সে) স্কুলের ছেলেদের মতো ফুটবলও খেলেছে আমাদের ছেলেরা। ”। ফুটবলাররা তাঁর স্ট্রাটেজি কি বুঝতে পারছেন না? ফাউলার বলেন, “এখন আমাদের কী কী করতে হবে, তা বুঝতে পারছি। ফাইনাল থার্ডে আরও সক্রিয় হতে হবে আমাদের। আশা করি কয়েক দিনের মধ্যে এই জায়গাটাও ঠিক হয়ে যাবে”।

এই হতাশাজনক ফলের মধ্যে থেকেও অবশ্য ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছেন এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। বলেন, “ফল নিয়ে আমরা খুবই হতাশ। তবে এই ম্যাচ থেকে অনেক শেখার আছে আমাদের। আমরা ঠিকঠাক খেলেছি, কিন্তু জিততে পারিনি। ফুটবলে জেতাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার”। শেহেনাজ নিজেকে মেলে ধরতে পারছেন না। শনিবার শেহনাজ সিংয়ের পারফরম্যান্সের প্রশংসা করে ফাউলার বলেন, “শেহনাজ খুবই ভাল খেলেছে। আমরা জানি ও কী ধরনের খেলোয়াড় আর ওকে আমরা এই পজিশনেই খেলাতে চাই”। মিডফিল্ডার শেহনাজকে এ দিন সেন্ট্রাল ডিফেন্সে খেলান লাল-হলুদ কোচ। এই জায়গা পরিবর্তন নিয়ে তিনি বলেন, “ওকে এই পজিশনেই খেলতে বলেছিলাম। আর শেহনাজ এই জায়গায় যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে ওর গর্ব হওয়া উচিত”।