এই মুহূর্তে জেলা

লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।

সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনাটি হুগলির রাজহাট এলাকায়। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে লকেট চ্যাটার্জী। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে যখন সেই কর্মী বৈঠকে ছিলেন সাংসদ ঠিক সেই সময় বাইরে জমায়েত হয় বিজেপির কর্মী- সমর্থকরা। তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।

তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে সাংসদের এলাকায় দেখা নেই। সেই কবে ভোট মিটেছে তারপর তিনি আর আসেননি। এই নিয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন লোকসভা ভোটের সময় আমরা দিদির হয়ে খেটেছি। কিন্তু সেই দিদিই আমাদের আজ চেনেনা। অন্যদিকে রবিবারের সকালটি এমনিতেই খারাপ ভাবে শুরু হয় সাংসদ লকেট চ্যাটার্জীর। এই কর্মী বৈঠকে আসার আগেই তিনি পোলবা থানার গোটু বাজারে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ঝাঁড়ু দিতে যান। সেখানেও এক মহিলা সাংসদকে কাছে পেয়ে সমস্যা নিয়ে কথা বলতে গেলে সাংসদের দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে দেন। এই নিয়ে ওই মহিলা সাংসদের সামনেই ক্ষোভে ফেটে পরেন।