এই মুহূর্তে জেলা

‘বহিরাগত’ বিতর্কে ভিডিও বার্তা দিয়েছিলেন বৈশালী , প্রতিক্রিয়া দিলেন অরূপ।

হাওড়া , ৫ ডিসেম্বর:- কোনও ‘বহিরাগত’ নয়, আগামী বিধানসভা নির্বাচনে বালির মানুষকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। দিনকয়েক আগেই দিদির কাছে এই আবেদন জানিয়ে হাওড়ার বালির মনসাতলা এলাকায় এই ব্যানার লাগানো হয়েছিল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে। এরপরই এই ব্যানার নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। ‘বহিরাগত’ ইস্যু নিয়ে মুখ খোলেন স্বয়ং বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। একটি ভিডিও বার্তায় তাঁর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এরা দেশের প্রধানমন্ত্রীকেই যখন বহিরাগত বলেন তখন আমি তো কোন ছার। সারা দেশকে একটি বৃহৎ সংসারের সঙ্গে তুলনা করে বৈশালী ডালমিয়া বলেন, সারা দেশ একটা সংসার হলে তার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। সেই দেশের কোনও একটি অংশে তিনি কিভাবে বহিরাগত হন সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর গায়ে বহিরাগত তকমা যাঁরা লাগিয়েছেন তাঁদের উদ্দেশ্যে তিনি জানান, গত পাঁচ বছর ধরে বালিতে তাঁর অফিস রয়েছে।

যেখানে লিলুয়া, বেলুড়, বালি এলাকার মেয়েরাই সব কাজ দেখাশোনা করে। এমনকি তাঁর বাড়িও রয়েছে এলাকায় বলেও জানান তিনি। এদিকে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলায় তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য, আমরা বহিরাগতকে বহিরাগতই বলব। প্রধানমন্ত্রী বহিরাগত আমরা হাজার বার বলব। শুধু উনি নন, অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয় সহ যারাই বাইরে থেকে এসেছেন তারাই বহিরাগত। তবে বালিতে স্থানীয় কাউকে বিধানসভার প্রার্থী করতে হবে বলে যে ব্যানার-পোস্টার পড়েছে সে বিষয়ে বলতে পারি এটা নতুন কোনও ঘটনা নয়। এলাকার মানুষ দাবি করতেই পারেন যে স্থানীয় কাউকে দলের প্রার্থী করা হোক। তবে যদি কোনও নেতা এই ধরনের দাবি প্রকাশ্যে করে থাকেন, তাহলে সেটা করা তাঁর উচিত হয়নি। তাঁর উচিত ছিল এটি দলের অন্দরে জানানো। আর যদি এই দাবি সাধারণ মানুষ করে থাকেন, তাহলে সাধারণ মানুষের মুখ তো বন্ধ করা যায়না।