এই মুহূর্তে জেলা

জুট মিল গুলিকে বন্ধ করে , মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী – দিলীপ ঘোষ।


হুগলি , ৪ ডিসেম্বর:- রাজ্যের জুট মিল গুলিকে বন্ধ করে মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী। আজ হুগলী চাঁপদানী জুট মিল সঙ্গলঙ্গ ময়দানে দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমন করেন। রাজ্যের জুটমিল গুলো বন্ধ করা হয় এ পড়েছে ভেঙে পড়েছে ব্লক খোলার জন্য ঝুঁকিপূর্ণ খোলার খোলার জন্য কেন্দ্র সরকার তৎপর হয়েছেন। ভিন রাজ্য থেকে আসা জুট শিল্পী কর্মীদের বিদেশি বলছেন, যারা কাজ করতে এসেছিলেন তাদের বাধ্য করছেন রাজ্যের বাইরে চলে যেতে। রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রীর এখন বহিরাগত বলছে মিল শ্রমিক দের। সিপিএম আগে বন্ধ করেছিল কল কারখানা এখন দিদি মনি বন্ধ কল-কারখানা জমি বিক্রি করে এগিয়ে বাংলা বলছেন। যেভাবে সিঙ্গুরে কারখানা বন্ধ করেছে জমি বিক্রি করার পরিকল্পনা করছে এই সরকার। এই বিক্রি করার সরকার এক দিন সব কিছু বিক্রি করে তারা চলে যাবে।