কলকাতা , ২ ডিসেম্বর:- বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আগামী বছর থেকে এই ছুটি পাওয়া যাবে। আজ অর্থ দফতর থেকে এই সংক্রান্ত বিঙ্গপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ব্রিটিশ বিরোধী, আদিবাসী মুন্ডাদের বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে সরকার ছুটি দেবে। এদিন পঞ্চানন বর্মার জন্মদিন এ ও ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থ দফতরের বিঙ্গপ্তিতে বলা হয়েছে, তাঁর জন্ম দিন ১ ফাল্গুন। সুতরাং প্রতিবছর ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি এই ছুটি থাকবে। এই দুটি তারিখে যেদিন ১ ফাল্গুন পড়বে সেদিন ছুটি থাকবে।