কোচবিহার, ২ ডিসেম্বর:- কৃষক আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে দিনহাটায় মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বুধবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয় দিনহাটায়। এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে এই মিছিল বের হয়ে সারা শহর পরিক্রমা করে। এদিনের এই মিছিলে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থকরা অংশ নেন। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সদস্য আব্দুর রউফ, জেলা নেতা অজয় রায়, যুবলীগের মহকুমা সম্পাদক রৌশন হাবিব, জয়ন্ত দাস, জয় গুহ সহ আরও অনেকে।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সদস্য আব্দুর রউফ বলেন, কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল পাস করেছে তা কৃষক স্বার্থবিরোধী। এতে কৃষি ব্যবস্থাকে কর্পোরেট হাউজের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশজুড়ে আন্দোলন চলছে। দিল্লিতে হাজার হাজার কৃষক আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু পুলিশ সেই আন্দোলনকে দমন করার জন্য কৃষকদের উপর নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে। এর বিরুদ্ধে এদিনের এই মিছিল বলে জানান তিনি।