কলকাতা, ১৭ অক্টোবর:- দুর্গাপুজোর সূচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল রাজভবন থেকে কলাক্রান্তি মিশনের সূচনা করবেন। এই কর্মসূচির মাধ্যমে বাংলা তথা ভারতের সমৃদ্ধ শিল্প এবং সংস্কৃতির প্রসারে সুসংহত এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে রাজভবনের তরফে জানানো হয়েছে।
একই সঙ্গে সন্ধ্যায় বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে রাজ্যপাল প্রথম দফার দুর্গা ভারত পুরস্কার তার প্রাপকদের হাতে তুলে দেবেন। এর পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।