এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গলে দশ নম্বর জার্সি নিয়ে মুচমুচে খবর

প্রসেনজিৎ মাহাতো ২৯ নভেম্বর:- আইএসএলে প্রথম ম্যাচ খেলে ফেলল এস িস ইস্টবেঙ্গল। কিন্তু লাল–হলুদের ১০ নম্বর জার্সির মালিক কে? ডার্বিতে তা অধরা থেকে গিয়েছে। এটিকে মোহনবাগানের দশ নম্বর জার্সির মালিক এডু গার্সিয়া। এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার দশ নম্বর জার্সি কাউকে দেননি। সুতরাং লাল–হলুদের এখনও পর্যন্ত দশ নম্বরের মালিক কেউ নেই। কিন্তু এই দশ নম্বর জার্সি দলের অন্য সব মধ্যে মূল্যবান। কিন্তু এবার দশ নম্বর কেউ নেই। সপ্তম বিদেশি নিযুক্ত হবে লাল–হলুদে। সেই বিদেশি কি পাবেন দশ নম্বর? সূত্রের খবর, ফুটবলারদের ফাউলার বলেছেন, দশ নম্বর কাউকে দেওয়ার মতো খুঁজে পাননি তিনি। এর আগে ফুটবলারদের ফাউলার বলেন, ‘প্র্যাকটিসে লাল–হলুদ জার্সি হবে না। লাল–হলুদ জার্সি এমনি এমনি পাওয়া যায় না। এই লাল–হলুদ রং পরিশ্রম করে অর্জন করতে হয়।’ দলকে তাতােত জার্সি নিয়ে কৌশল অবলম্বন করছেন ফাউলার।