এই মুহূর্তে জেলা

খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।


ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবো তাই মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাব। আমি বিরোধীদের সমস্ত রাজনৈতিক প্রচারে কোনদিনই বাধা দেইনি এবং আমার দলের কর্মীরা ও কাউকে কোন প্রচারে বাধা দেবে না বলে আশা রাখেন। আমি খড়দহ মানুষের কাছে দায়বদ্ধতা নিয়ে কাজ করব।