এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি পাখিরালয়ে এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন পক্ষী গবেষকরাও।

হাওড়া , ১৬ নভেম্বর:- সাঁতরাগাছি পাখিরালয়ে এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন পক্ষী গবেষকরাও। এবিষয়ে পক্ষী গবেষক তথা শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রসেনজিৎ দাঁ বলেন, বর্তমানে কোভিড অতিমারীর পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, গাড়িঘোড়ার ব্যবহার, কল-কারখানার কাজকর্ম বেশ কিছুদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমাদের পারিপার্শ্বিক দূষণের পরিমাণ কিছুটা কম হয়েছে। সেটা আমরা সবাই বুঝতেও পারছি। সেই একই কারণে আমরা বেশ কিছু পাখির স্বভাবেও বেশ কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। যেমন যে পাখিগুলিকে আগে লোকালয়ে খুব বেশি দেখা যেত না তাদের দেখা গেছে অথবা বেশ কিছু নতুন পাখি খুঁজে পাওয়া গেছে আমাদের আশপাশে। শীত প্রায়ই এসে গেল।

শীতের শুরু থেকেই প্রত্যেক বছরের মতো এবারেও সাঁতরাগাছিতে পাখি আসা নিয়ে আমরা সবাই আশাবাদী এবং প্রত্যেক বছরের মতো এ বছরেও সাঁতরাগাছি ঝিলের কচুরিপানা পরিস্কারের কাজ যথাসময়ে শুরু করা হয়েছে এবং পরিযায়ী পাখিদের জন্য ভাসমান দ্বীপ তৈরীর কাজ সময়ের মধ্যেই শেষ করা হয়েছে। খুশির খবর এই যে ইতিমধ্যেই সাঁতরাগাছিতে লেসার হুইসলিং ডাক চলে এসেছে। আমরা আশাবাদী যে এই বছর পাখির সংখ্যা অনেকটাই বেশি হবে যা বিগত পাঁচ ছয় বছরের সংখ্যাকে অনেকটাই পেরিয়ে যাবে। দূষণের পরিমাণ কম হওয়া অথবা বর্তমান প্যানডেমিক পরিস্থিতির জন্য মানুষের ক্রিয়া-কলাপ সীমিত থাকাকে পাখির সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে ধরে নেওয়া যায় কিনা এখনই বলা সম্ভব নয় কিন্তু এর সম্ভাবনা থেকেই যায়।

বিগত পাঁচ ছয় মাস মাসে পরিবেশের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং খুব সম্ভবত সেই কারণে এ বছর আমরা পাখির সংখ্যা বেশ খানিকটা বেশি হবে বলে আশা করছি। আরেকটি কারণ অবশ্যই সঠিক সময়ের মধ্যে যথাযথ উপায়ে এই সাঁতরাগাছি ঝিলের সংস্কারের কাজ সম্পন্ন করা, বিগত কয়েক বছর ধরে যে কাজটি নেচার মেটস নামক স্বেচ্ছাসেবী সংস্থা করে আসছে এ বছরেও তারা যথাসময়ে পাখিদের জন্য ভাসমান দ্বীপ তৈরি এবং কচুরিপানা পরিস্কারের কাজ শেষ করেছে যার ফলে অন্য বছরের তুলনায় বেশ খানিকটা আগেই অনেক বেশি সংখ্যায় পরিযায়ী পাখিদের ইতিমধ্যেই আমরা সাঁতরাগাছি ঝিলে আসতে দেখছি। এবং আমি আশা করছি শীত বাড়ার সাথে সাথে আগামী ১ – ২ মাসের মধ্যে পাখির এই সংখ্যাটা আরও অনেকটাই বেড়ে যাবে।