হাওড়া , ২৩ নভেম্বর:- হাওড়ার রামকৃষ্ণপুর অঞ্চলের তারাপদ বসু লেনের কয়েকজন অধিবাসী মিলে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন আজ থেকে ৪৩ বছর আগে। এই পুজো ওই অঞ্চলের আদি পুজো হিসাবেই পরিচিত। সেই পুজোর এবছর ৪৪তম বর্ষ। প্রখ্যাত ঐতিহাসিক ডঃ নিমাই সাধন বসু ১৯৭৭ সাল থেকে আমৃত্যু এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন বলে ক্লাব সভ্যরা জানান। ডঃ নিমাই সাধন বসু এদের পুজোর সভাপতি হিসেবে যুক্ত ছিলেন। ‘কিশলয়’ একটি একটি সামাজিক সংগঠন। কিশলয়ের তরফ থেকেই প্রতি বছর এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। সারা বছর ধরে এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন।
কখনও গরিব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, কখনও গরিব মানুষকে অন্নবস্ত্রের ব্যবস্থা করা এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এরা যুক্ত। এবছর করোনা পরিস্থিতির জন্য পুজো প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু তা সত্ত্বেও এলাকার সহৃদয় কিছু মানুষ এগিয়ে আসেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফের পুজোর আয়োজন করা হয়। আজ নবমী তিথিতে তিনপ্রহরের পুজো হচ্ছে এখানে।অষ্টমীতে পুজোর উদ্বোধন হয়। পুজো উদ্যোক্তারা জানান, তাদের পুজোর একটা ঐতিহ্য রয়েছে রামকৃষ্ণপুর লেন তারাপদ বসু লেন অঞ্চলে। এটাই প্রথম এই এলাকার আদি জগদ্ধাত্রী পুজো। তখন কয়েকজন মিলে পুজো শুরু করা হয়েছিল। সেই পুজোই আজ দেখতে দেখতে ৪৪ বছরে পা দিল। এলাকার মানুষের সকলের সহযোগিতায় এই পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে।