এই মুহূর্তে জেলা

রীতি মেনেই বেলুড় সারদাপীঠে চলছে জগদ্ধাত্রী পুজো।

হাওড়া , ২৩ নভেম্বর:- প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল ৭৫তম জগদ্ধাত্রী পুজো। নিয়মমতো নবমীতে তিন প্রহরে পুজো হয়। সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো। আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা। বিকেল চারটেয় হোম। সন্ধে সাড়ে ছটায় আরতি। এরই মাঝে সকাল ন’টায় হবে পুষ্পাঞ্জলি। এবারের পূজোতে দর্শক প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র সারদাপীঠ ও বেলুড় মঠের সন্ন্যাসীরাই থাকছেন পুজোতে। পুজো হচ্ছে বেলুড়মঠের রীতি মেনে তন্ত্রমতে। পূজা করছেন সন্ন্যাসীরা। থাকছেন ব্রহ্মচারী মহারাজেরাও। আগামীকাল সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হবে।