স্পোর্টস ডেস্ক , ১৩ নভেম্বর:- এবার ঝাঁ চকচকে টিম বাস উদ্বোধন করলো কেরালা ব্লাষ্টার্স। নতুন ভাবে চমকপ্রদ ডিজাইনের সাথে এই বাসকে এক নতুন এক অভিনব রুপ দেওয়া হয়েছে। এ বছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রচুর চমক দিয়েছে কেরালার এই ফ্যাঞ্চাইস দলটি। কিবু ভিকুনার মুখে ও কিন্তু বার বার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু দল গঠন নিয়ে কিন্তু ভুয়োসি প্রশংসা শোনা গেছে। এ ছাড়াও এ বছর কেরালা ব্লাষ্টার্স বেশ ভালো দল গঠন করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কিবু ভিকুনার আই এস এল ইনিংস কেমন হয়। এবং এই সুসজ্জিত নতুন টিম বাস কতটা গুড লাক বয়ে আনে কেরালা ব্লাষ্টার্স শিবিরে।