স্পোর্টস ডেস্ক , ১৩ নভেম্বর:- এবার ঝাঁ চকচকে টিম বাস উদ্বোধন করলো কেরালা ব্লাষ্টার্স। নতুন ভাবে চমকপ্রদ ডিজাইনের সাথে এই বাসকে এক নতুন এক অভিনব রুপ দেওয়া হয়েছে। এ বছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রচুর চমক দিয়েছে কেরালার এই ফ্যাঞ্চাইস দলটি। কিবু ভিকুনার মুখে ও কিন্তু বার বার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু দল গঠন নিয়ে কিন্তু ভুয়োসি প্রশংসা শোনা গেছে। এ ছাড়াও এ বছর কেরালা ব্লাষ্টার্স বেশ ভালো দল গঠন করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কিবু ভিকুনার আই এস এল ইনিংস কেমন হয়। এবং এই সুসজ্জিত নতুন টিম বাস কতটা গুড লাক বয়ে আনে কেরালা ব্লাষ্টার্স শিবিরে।
Related Articles
প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল হলো। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পেলেন এআর বর্ধন। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনে কমিশনারের কাজও সামলাবেন। তিনি শ্রম দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। সুব্রত বিশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সঙ্গে ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের দায়িত্বও পেলেন। শ্রম দপ্তরের নতুন সচিব হলেন বরুন কুমার রায়। […]
মুখ্যমন্ত্রীর ধর্নার পরেই রাজ্যকে ৬৩৮ কোটি টাকা কেন্দ্রের।
কলকাতা, ১ এপ্রিল:- একশ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ আটকে রাখার প্রতিবাদে রেড রোডে ধরনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনা চলেছিল দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে। তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না দেখা গেলেও তৃণমূল কংগ্রেস নেত্রীর ধরনায় কেন্দ্রের মোদি সরকার যে চাপে পড়েছে তা স্পষ্ট হল। ২ দিন কাটতে না কাটতেই রাজ্যকে […]
হুগলিতে পৌছালো কেন্দ্রীয় বাহিনী।
হুগলি, ৪ মার্চ:- হুগলিতেও পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। হুগলি গ্রামীন পুলিশ এলাকায় দুই কোম্পানী বাহিনী আপাতত মোতায়েন থাকবে। গ্রামীন এলাকার আরামবাগ ও চন্ডীতলায় থাকবে বাহিনী। আজ বিকাল তিনটে নাগাদ বিএসএফ এর এক কোম্পানী হলদিবাড়ি থেকে চন্ডীতলা থানা এলাকায় এসে পৌঁছায়। চন্ডীতলার কলাছড়ায় নির্মিয়মান টোল প্লাজায় থাকবে বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর আগামী থেকে বিভিন্ন গ্রামে টহল দেবে […]