এই মুহূর্তে কলকাতা

কোভিড অতিমারীর মধ্যেও পুজোর সময় কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস ও টেনান্সি ট্রাইব্যুনালের দু’টি বেঞ্চ।


কলকাতা , ১৩ নভেম্বর:- কোভিড অতিমারীর মধ্যেও পুজোর সময় কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস ও টেনান্সি ট্রাইব্যুনালের দু’টি বেঞ্চ। জমে থাকা মামলাগুলির নিষ্পত্তি করার জন্যই এই সাহসী পদক্ষেপ নিয়েছে ট্রাইব্যুনাল। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। শুক্রবার ট্রাইব্যুনালের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়, ভ্যাকেশন বেঞ্চ গত ১০ দিনে ৪০০ মামলার নিষ্পত্তি করেছে। ট্রাইব্যুনাল মনে করে, এই পরিস্থিতিতে প্রশংসনীয় কাজ করেছে ভ্যাকেশন বেঞ্চগুলি। সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।

রাজ্যের ভূমি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “ট্রাইব্যুনাল মনে করে এটা একটা উল্লেখযোগ্য প্রাপ্তি । ছুটির দিনে দুটি বেঞ্চ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিরাট সংখ্যক বিচারাধীন মামলা নিষ্পত্তি ও দরিদ্র মামলাকারীদের সুরাহা করার জন্য।সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সমস্ত স্বাস্থ্য রীতি ও শারীরিক দূরত্ব বজায় রেখেই কাজ করা হয়েছে।’ এই সময়ের মধ্যে ‘ট্রাইবুনালের চারটির মধ্যে দুটি বিশেষ বেঞ্চ কাজ করেছিল। দুর্গাপূজার সময় রাজ্য সরকারী অফিসগুলি ১৬ দিন বন্ধ ছিল তবে কোভিড সম্পর্কিত এবং জরুরী পরিষেবাদিতে জড়িত সমস্ত াধিকারিক ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়।