হাওড়া, ২১ জানুয়ারি:- চুল দাড়ি কাটার জন্য বাড়ি থেকে গত ১৩ জানুয়ারি বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বর্ধমানের ভাতার থানা এলাকার মাহাতা গ্রামের বাসিন্দা মইনুদ্দিন সেখ (৬৮)। পিতার নিখোঁজের ঘটনায় বর্ধমানের ভাতার থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁর দুই সন্তান। কয়েকদিন আগেই তাঁকে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির সামনে অসুস্থ অবস্থায় দেখতে পান সমাজসেবী এক মহিলা। এরপরেই তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন পর সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদের পর নাম ঠিকানা জানার পরে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। শুক্রবার দুপুরে মইনুদ্দিন সেখ এর দুই ছেলে এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সমাজসেবী সংগঠনের সেই মহিলাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হারানো বাবাকে ফিরে পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধের ছেলেরা।