এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় রেলের ওভার হেডের তারে বিপত্তি বন্ধ ট্রেন চলাচল।


হুগলি , ১৩ নভেম্বর:- উত্তরপাড়া স্টেশনে ওভার হেড তারে বিপত্তি তার জেরে প্রায় ৪০ মিনিট ধরে ট্রেন চলাচল বন্ধ আপ লাইনে।শুক্রবার সন্ধ্যার পর উত্তরপাড়া স্টেশনে ট্রেনের ওভার হেডের তারে হঠাৎ বিপত্তি ঘটে তার জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পরে ট্রেন।কোন্নগর স্টেশনেও দেখা যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে আপ লাইনের লোকাল ট্রেন।হটাৎ করে তারে বিপত্তির জেরে ট্রেন বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।