এই মুহূর্তে জেলা

মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পৌরসভায় আলু বেচতে হতো , নাম না করে শুভেন্দুকে কটাক্ষ কল্যাণের।


হুগলি , ১২ নভেম্বর:- সিপিএম, বিজেপি এমনকি কংগ্রেসে চলে গেলেও আমি কিছু বলব না। কিন্তু তৃণমূলে থেকে দলের বিরোধিতা করে দাদার অনুগামী হবি এটা বরদাস্ত করব না। শুধু তাই নয় বাড়িতেও থাকতে দেব না। বৃহস্পতিবার শেওড়াফুলির সত্যজিত ভবনে এভাবেই বিক্ষুদ্ধদের এভাই কড়া হুশিয়ারি দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শুভেন্দু অধিকারীর নাম না করে কটাক্ষা করে কল্যাণ বলেন, দল থেকে সাংসদ বিধায়ক ও চারটে কমিটির চেয়ারম্যান সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। তাই নেত্রীকে চ্যালেঞ্জ করছেন। জেনে রাখুন সব ধরনের চ্যালেঞ্জের জবাব নেত্রী দেবেন। যদি দিদি আর তৃণমূল না থাকত তাহলে তাদের পুরসভায় পটল বেচতে হতো।