এই মুহূর্তে জেলা

রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ২৫ আগস্ট:-ভোট আসবে, ভোট যাবে। কিন্তু উন্নয়ন থেমে থাকবে না। রাজ্যের বকেয়া সব প্রকল্পের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজ ফেলে রাখবেন না। যদি কেউ ভাবেন আগামী বছর তো ভোট। এই করে তিন চার মাস কাটিয়ে দেব, তা হবে না। ভোট আসবে, ভোট যাবে। কিন্তু সরকার থাকবে, আপনারাও থাকবেন। উন্নয়ন থেমে থাকবে না।’ বাংলা আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা ও ১০০ দিনের কাজের গতি বাড়ানোর জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এখনো ২-৩% ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ বাকি আছে বলে মুখ্যমন্ত্রীকে জানান আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘ এই কাজ ফেলে রাখবেন না। যে ২-৩% বাকি আছে তা ৭ দিনের মধ্যে দিয়ে দিতে হবে।’ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের গ্রামীণ সড়ক যোজনা কাজ নিয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের কতজনের কর্মসংস্থান করা হয়েছে তার তালিকা তৈরির জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন।