কলকাতা এই মুহূর্তে

আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলিকে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নিল সরকার।


কলকাতা , ১১ নভেম্বর:- বেসরকারি বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলিকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে কোনও ধরনের বাণিজ্যিক গাড়ির ‌ফিট সার্টিফিকেট, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স রদ রিনিউ করতে দেরি হলে জরিমানা দিতে হবে না। এই ছাড় ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য এদিন ৯৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ট্রেন চলতে শুরু করেছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্যই অতিমারীর মধ্যেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার বেসরকারি পরিবহন ব্যবস্থাকেও স্বাভাবিক করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যেও যাতে তাঁরা ভালভাবে পরিষেবা দিতে পারেন তার জন্যই জরিমানা মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিন মাসের জন্য এই ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই এই ছাড়ের সময় সীমা বাড়িয়ে দেওয়া হলো। বাস, ট্যাক্সি, অটো সবার ছাড় প্রযোজ্য। যদি কোনও বাস, ট্যাক্সি চালানোর অযোগ্য হয়ে পড়ে তাহলে তা অবশ্যই ঠিক করে নিতে হবে। রাস্তায় চলতে গিয়ে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে সেটাও দেখতে হবে।’‌