হাওড়া, ১ অক্টোবর:- সমাজ থেকে চিরতরে নারী নির্যাতন বন্ধ হোক এই বার্তা নিয়ে হাওড়া থেকে ব্যারাকপুর ৬০ কিমি সাইকেল র্যালি হল মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে। বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজ সংলগ্ন শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে এর সূচনা হয়। সাইকেল র্যালি হাওড়া ব্রিজ হয়ে হাজরা কালীঘাট ঘুরে ব্যারাকপুরে গান্ধি আশ্রমে এসে শেষ হয়। লক্ষ্মীরতন শুক্লা বলেন, “আমাদের দেশে নারীরা বহু যুগ ধরে অত্যাচারিতা হয়। ধর্ষণের শিকার হয়। আমরা চাই আমাদের দেশে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হবে। আমরা সমাজকে এই বার্তা দিতে মানুষকে সচেতন করতে আজ এই ছোট ছোট কন্যা সন্তানদের নিয়ে ‘দূর্গা সেনা’দের নিয়ে সাইকেল র্যালির আয়োজন করেছি।
যখন কোনও কন্যা সন্তান জন্ম নেয় তখন আমরা বলি ঘরে মা লক্ষ্মী এসেছেন। কিন্তু সেই লক্ষ্মীদেরই অত্যাচারিতা হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমরা সাইকেল র্যালির মাধ্যমে সেই নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। এই দূর্গা সেনারা এখন থেকে সমাজকে সুরক্ষা দেবে। পাড়ায় পাড়ায় তৈরি হবে এই দূর্গা সেনা। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানিয়ে হাওড়া ব্রিজ থেকে শুরু হয়েছে দূর্গা সেনাদের নিয়ে সাইকেল মিছিল। কালীঘাট, হাজরা হয়ে যাওয়া হবে গান্ধি আশ্রমে। ৬০ কিমি পথ পরিক্রমা করা হবে।”