এই মুহূর্তে জেলা

২ মাসের বকেয়া বেতন না পেয়ে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি জলপথ পরিবহন কর্মচারীদের।

হাওড়া , ৬ নভেম্বর:- সরকারি তরফে প্রায় দু’কোটি টাকার আর্থিক সহায়তা মিলেছে। কিন্তু এরপরেও পুজো কেটে গেলেও এখনও ২ মাসের বকেয়া বেতন, বোনাসের সমস্যা মেটেনি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীদের। অগত্যা শুক্রবার সকালে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে প্রতিবাদে নামলেন এখানকার কিছু সংখ্যক কর্মী। জানা গেছে, কর্মীদের সমস্যা মেটাতে তাদের পাশে দাঁড়িয়ে প্রায় ২ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, এরপরেও বকেয়া ২ মাসের বেতন ও বোনাস এদিন পর্যন্ত হাতে না পেয়ে এদিন থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করেন সমবায় সমিতির কর্মীরা।

এদিনের আন্দোলন প্রসঙ্গে কাকলি কাঁড়ার জানিয়েছেন, বিগত ৩ মাস ধরে বেতন পাইনি। বোনাস পাইনি। রাজ্য সরকারের পক্ষ থেকে ২ কোটি টাকা দেওয়া হলেও আমাদের আগস্টের টাকা দেওয়া হয়েছে। এরপর আর কিছু দেওয়া হয়নি। এমনকি সেপ্টেম্বর এবং অক্টোবরের বেতন এখনও হাতে পাইনি। এমনকি এখানকার প্রশাসকও আসছে না। আমাদের দাবি আমাদের প্রাপ্য টাকা যেন পাই। সমবায় মন্ত্রী অরূপ রায়কে এই ব্যাপারে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে প্রশাসকের সঙ্গে কথা বলতে। কিন্তু উনি আসছেন না। আমরা চাইছি এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছোয়।