এই মুহূর্তে কলকাতা

লকডাউন পরবর্তীতে বেকারদের জন্য ঋণে দু লক্ষ বাইকের যোগান দেবে রাজ্য , ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৪ নভেম্বর:- কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে দু’লক্ষ বাইক কেনার জন্য দীর্ঘ মেয়াদী ঋণের বাব্যস্থা করছে রাজ্য সরকার। কোরোনা পরিস্থিতিতে বহু মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। লকডাউন এর সময় সারাদেশের মতো এ রাজ্যে ও অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায়। তাই কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবক যুবতীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন সমবায় ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে বাইক কেনার সুযোগ করে দেওয়া হবে।

প্রত্যেকটি বাইকের পেছনে থাকবে বক্স। যে যেমন পারবেন শাড়ি, তালি প্রয়োজনীয় সামগ্রী মাছ সহ নানা ধরনের খাদ্য দ্রব্য বাইকের পেছনে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন এইভাবে ১০ লক্ষ পরিবারের অর্থসংস্থান হতে পারে। সূত্রের খবর কোভিদ পরিস্থিতিতে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে ভয় পান। বিশেষ করে বয়স্ক মানুষরা বাড়িতে বসেই হলেও হোম ডেলিভারি পছন্দ করেন। সে দিক থেকে এই এই ব্যবস্থা খুব যথোপযুক্ত। একটা বাইক থাকলে বিভিন্ন বেসরকারি সংস্থাতেও খাবার দিয়ে খাবার হোম ডেলিভারি করার সুযোগ পাবেন অনেকেই।

এমনকি বিভিন্ন নামিদামি সংস্থা অন লাইনে নিজেদের জিনিস বিক্রি করতে চাইছেন। সে ক্ষেত্রে ও অনলাইন এ বিক্রীত জিনিস বাড়ি পৌঁছে দেওয়ার কাজ পেতে পারবেন অনেকে। সেক্ষেত্রে নিজের মোটর সাইকেলে থাকা খুব প্রয়োজন। কিন্তু টাকার অভাবে অনেকের পক্ষে বাইক কেনো সম্ভব নয়। তাই ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ পেলে সহজে এই বাহন কেনা যাবে। মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলোকে বলে কোনো লাভ নেই। আমরা নিজেদের সমবায় ব্যাংক থেকে ঋণের ব্যাবস্থা করবো।